“সাধারণদের অসাধারণ হবার রহস্য” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
গ্রন্থটি পড়লে সেই রহস্য জানতে পারবেন যা প্রয়ােগ করে সাধারণেরা অসাধারণ হয়ে উঠেছেন এবং জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন। অর্থ-বিত্ত-ক্ষমতা তাদের করায়ত্ব হয়েছে। কি এমন জাদু যার মন্ত্র বলে সকল প্রতিকূলতা ছিন্নভিন্ন করে তারা এগিয়ে গেছেন সফলতার শিখর প্রান্তে। এসব রহস্যের কূলকিনারা খুঁজতে গিয়ে বিশ্বের বহু বরেণ্য ব্যক্তিবর্গের জীবনধারা এতে স্থান পেয়েছে।
বাস্তবতা তুলে ধরার প্রয়াসে বিভিন্ন পত্র-পত্রিকা ও বইয়ের সহযােগিতাও নিতে হয়েছে। প্রত্যেক জয়ের পিছনে একটা গল্প থাকে সে গল্পটা যদি হয় অত্যন্ত পবিত্রতা নির্ভর তাহলে তা থেকে যে প্রেরণা আসে, সে প্রেরণা আপনাকে এগিয়ে নেবেই। কাজেই বইটি পড়ে আপনি সেই প্রেরণাই পাবেন যে প্রেরণা আপনাকে এনে দেবে জয়মাল্য।
শুধু তাই নয়- আপনার বেঁচে থাকারও উৎসাহ যােগাবে। নিরাশদের তুলনায় বেড়ে যাবে আয়ু। সৃজনশীলতায় ভরপুর হবে আপনার জীবন প্রবাহ। আপনিও নিজেকে নিজে খুঁজে পেয়ে অনুভব করবেন যে, আপনি আর সাধারণ নন, বরং অসাধারণ এবং সফল।