মানুষের কিছু বাহ্য অঙ্গ-প্রত্যঙ্গ আছে এবং তার ভেতরেও একটি কলব (অন্তর) আছে। বাহ্য অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা সে কিছু কাজ সম্পন্ন করে, অনুরূপ কলব দ্বারাও কিছু কাজ সম্পাদন করে। শরিয়ত মানুষকে কিছু কাজ করার ব্যাপারে আদেশ করেছে এবং কিছু কাজ আছে যা বর্জন করতে বলেছে। শরিয়তের এ আদেশ ও নিষেধ তার বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ ও কলব উভয়ের সঙ্গেই জড়িত। বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা নিস্পন্ন হয় এ জাতীয় আদিষ্ট কাজগুলাের মধ্যে আছে-কালেমা পড়া, নামাজ পড়া, রােজা রাখা, জাকাত প্রদান করা। পক্ষান্তরে বাহ্যিক অঙ্গাদি দ্বারা যেসব কাজ করা নিষিদ্ধ সেগুলাে হলাে, কুফরিকালাম উচ্চারণ করা, শিরক করা, ব্যভিচার করা, চুরি করা, সুদ ও ঘুষগ্রহণ প্রভৃতি। আর কলব (অন্তর) দ্বারা নিষ্পন্ন হয় এ জাতীয় আদিষ্ট কাজগুলাের মধ্যে ইমান ও তাসদিক তথা আন্তরিক ও সঠিক বিশ্বাস, ধৈর্য, কৃতজ্ঞতা, কাজে নিষ্ঠাবান হওয়া, তাওয়াক্কুল অবলম্বন করা, তাকদিরের ওপর সন্তুষ্ট থাকা, সবকিছু আল্লাহর ওপর ন্যস্ত করা ইত্যাদি। এগুলাে উত্তমগুণ। অপরদিকে কলব (অন্তর] দ্বারা নিষ্পন্ন হয় এ জাতীয় নিষিদ্ধ কাজগুলাের মধ্যে রয়েছে, ভ্রান্ত আকিদাপােষণ করা, ধৈর্যহীন হওয়া, অকৃতজ্ঞতাপােষণ করা, আত্মম্ভরিতা লালন করা ইত্যাদি।