“মুসলিম বর – কনে ইসলামিবিয়ে” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বিয়ে নিয়ে আমাদের সমাজে নানা রসকথা প্রচলিত আছে। সত্যি বলতে, বিয়ে নিয়ে সবার মনেই একটা ভাবনাদুর্ভাবনা, খানিকটা অজানা শঙ্কা ও শিহরণ দোলা দেয় অজান্তেই। দুজন মানব-মানবীর বহতা জীবন পূর্ণতা পায় বিয়ে নামের এক পুণ্যবন্ধনে। সে পূর্ণতা থেকে উৎসারিত হয় বর্ণিল পুষ্পরেণু। কিন্তু সববিয়েই কি আনন্দ ও পবিত্রতার রঙে বর্ণিল হয়? সববিয়েই কি ইসলামের অনুপুঙ্খ বিধানের গণ্ডিতে পালিত হয়? এ বিষয়টি প্রতিটি মুসলমানের একান্তভাবে হৃদয় দিয়ে ভাবা প্রয়ােজন। কারণ, এই একটি বন্ধনের ভেতর লুকিয়ে থাকে মানবজন্ম স্বার্থকতার অনেক কিছু। ইসলাম বিয়েকে সবচেয়ে ঝামেলামুক্ত সহজ কাজ বলে ঘােষণা দিয়েছে। হজরত রাসুলেকারিম (সল্লাল্লাহু আলায়হি ওয়াসালাম) ও হজরত সাহাবায়েকেরাম (রদিয়াল্লাহু আনহুম) ঝামেলামুক্ত সহজ বিয়ের দৃষ্টান্তস্থাপন করে গেছেন। অথচ আজ বিয়ে সবচেয়ে কঠিন ও ঝামেলার কাজে পরিণত হয়েছে। বিয়ে মূলত একটি আনন্দের বিষয় কিন্তু আজ তা বিপদ ও দুশ্চিন্তার উপকরণ হয়ে দাঁড়িয়েছে। কতাে যুবতী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে, কতােজন আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিচ্ছে। আর কতাে ধনীপিতা কন্যাসন্তান জন্মের কথা শুনে তেলে-বেগুনে গরম হয়ে উঠছে; শুধু কন্যাসন্তান প্রসবের অপরাধে নিজের স্ত্রীকে তালাক দিচ্ছে। পরিতাপের বিষয়! এ যুগেও কন্যাসন্তান প্রসব করা বিপদের কারণ ও অপরাধ রয়ে গেছে। বিয়ে এবং তৎসংশ্লিষ্ট বিষয়ে হজরত থানভি (রহমাতুল্লাহি আলায়হি)-এর গভীর অনুসন্ধিৎসা এবং দরদি পথনির্দেশনা আমাদের মুসলিমমানসে এক অনস্বীকার্য সংযােজন। যেকোনাে বয়সের পাঠকেরই অব্যশপাঠ্য বই এটি।