“আদব শেখার পাঠশালা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
আজ।
মানুষ আর অরণ্যে নেই।
সে সভ্য।
সভ্যতার সব তার হাতের কাছে।
মুঠোয়।
সে ধরা-ছোঁয়ার বাইরে।
তার নাই শান্তি।
ভাের হতে না হতে অশান্তির ফুলকি থেকে দাবানল ছড়িয়ে পড়ে ঘরে-বাইরে, গাঁয়ে-নগর-শহর-বন্দরে।
উপত্যকায়-পাহাড়ে।
রাজপথে-সংসদে।
খানকার হালকায়।
তাবলিগিমজমায়।
আর সব আড্ডায়কেনাে?
জানে না তারা আদব-কেতা।
উপায়?
জানার জন্যে বইটি পড়ুন।
উপমহাদেশের নন্দিত পির মাওলানা জুলফিকার আহমাদ নকশা বন্দির ‘বা আদব বা নসিব’-এর ঝরঝরে বাঙলা ‘আদব শেখার পাঠশালা’।