“যন্ত্ররা যেভাবে কাজ করে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাংলা ভাষায় এই ধরনের বই নেই বললেই চলে। চারপাশের চেনাজানা বস্তু ও যন্ত্রপাতির পিছনের প্রযুক্তি অনেকের কাছেই অজানা। যদিও প্রথাগত শিক্ষায় বৈজ্ঞানিক নীতি ও সূত্র সম্বন্ধে অনেক কিছু শেখানাে হয়ে থাকে, কিন্তু তা থেকে প্রতিদিনের দেখা জিনিসগুলাের সঙ্গে জড়িয়ে থাকা বিজ্ঞান বা প্রযুক্তিকে উপলব্ধি করা যায় না। ফলে, অনেক সময়েই বিজ্ঞানের সঙ্গে আত্নীয়তা গড়ে ওঠার জায়গায় গড়ে ওঠে অবাঞ্ছিত ব্যবধান। এছাড়া, প্রযুক্তি না জানা থাকার ফলে অনেক ক্ষেত্রেই অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই বইয়ে দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিস ও পরিবহণ সংক্রান্ত, দূরসংযােগ সংক্রান্ত যন্ত্র , শখের যন্ত্র , বিদ্যুৎশক্তি সংক্রান্ত যন্ত্র , বিকল্পশক্তি সংক্রান্ত যন্ত্র , শব্দ যন্ত্রের প্রযুক্তির দিক, মাপক ও নির্দেশক যন্ত্র, কম্পিউটার এবং রােবটিক্স এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের প্রযুক্তিগত দিক আলােচনা করা হয়েছে।
বইটি শুধু তরুণদের জন্য, কারণ যারাই জানতে আগ্রহী, তারাই তরুণ।