“শেষ আঘাত (২য় খণ্ড)” বইয়ের পিছনের লেখা:
সালারের নির্দেশে মুসলিম সেনারা গহীন জঙ্গলে হানা দিলাে এবং সত্যি সত্যিই তারা ধরে আনলাে এক প্রেতাত্মাকে। অপরূপ এক সুন্দরীর প্রেতাত্মা এটা। এটা কি করে সম্ভব? অশরীরী প্রেতাত্মা ধরলাে কি করে সশরীরের সাধারণ মানুষ? তারপর সেই প্রেতাত্মার কি হলাে ? কুসংস্কারে বিশ্বাসী খ্রিষ্টান পাদ্রীরা রােজিকে ভুলিয়ে ভালিয়ে ঠিক করলাে নীলনদে বলিদানের জন্য। পরীর মতাে এমন রূপসী একটি মেয়ের জীবন সলিল সমাধির মাধ্যমে শেষ হয়ে যাবে ? পাদ্রীদের হাতে এভাবে বলির পাঠা হওয়া থেকে ওকে কি বাঁচানাের মতাে কেউ নেই ? অবিশ্বাস্য দু:সাহস দেখিয়ে সিপাহসালার আমর ইবনে আস (রা:) হাতে গােনা কিছু সৈন্য নিয়ে প্রবেশ করলেন পরাশক্তি শাসিত ভয়ংকর শত্রু দেশ মিসরে। তাদের জন্য পাতা হলাে ‘মৃত্যুফাঁদ’। তারা কি পারবে মিসরের একটি কেল্লাও জয় করতে ? নাকি পারবে নিজেদেরকে নিষ্ঠুর মিসরীয় সৈন্যদের মৃত্যুর ফাঁদ থেকে বাঁচাতে ?