সারসংক্ষেপঃ কার্টুন ও আঁকাআঁকি নিয়ে মেহেদী হক এর এটি দ্বিতীয় বই। আগের বই কার্টুন আঁকিবার ক,খ,গ এবং ক্ষ ‘র সাথে এর পার্থক্য হল এটা আসলে তুলনামূলক ছো্টদের জন্যে করা। সহজ ভাষায় একেবারে খুব কাজের কিছু বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আঁকাআঁকি নিয়ে যে আসলে খুব বেশী ঘাবড়ে যাবার যে দরকার নেই, চাইলে যে কেউ তার নিজের মত করেই সব আঁকতে পারে- এমনটাই বার বার বলা আছে বইটি তে। আঁকাআঁকির টেকনিক এর সাথে আঁকাআঁকি করার আগে কেন ভাবনাটা জরূরী সেটাও এখানে আলোচনা করা হয়েছে। আর শেষে আছে বেশ কিছু ভুল শোধরানোর টেকনিক, আর সেই সাথে সহজে অনেক কিছু আঁকার আরো কিছু টেকনিক তো আছেই।