ভাষা, ভাষাতত্ত্ব ও লিপিবিদ্যার মৌলিক ও সাধারণ জিজ্ঞাসা সকলের মধ্যে সুপ্ত প্রায়। ভাষার ক্ষেত্রে আজ যখন আমাদের চোখের সামনেই এক নতুন বিশ্বজনীন রীতির জন্ম নিচ্ছে, তখন পেছন ফিরে পৃথিবীর নানা ভাষার আদি রূপের দিকে তাকাননা আপাতদৃষ্টিতে বিসদৃশ মনে হতে পারে। কল্পনার অতীত থেকে কম্পিউটার নির্ভর লেখনরীতি আজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে।যে বহু বিচিত্র প্রকরণ ও কৌশলে মুখের ভাষাকে দৃষ্টিগ্রাহ্য কারণ দেখা যায় মুখের ভাষা আর ভাষা লেখার জন্য ব্যবহৃত লিপির মধ্যেকার সম্পর্ক কত ঘনিষ্ঠ ও জটিল। প্রাচীন ভাষা ঐক্যে পালিভাষা তার একটি অনন্য উৎস। সাহিত্য ইতিহাসে ভাষা লিপি নিয়ে আলােচনা আমাদের কোনাে জনগােষ্ঠীর অস্তিত্বের একেবারে গভীরে নিয়ে যায়। তা সে জাতিসত্ত্বার ঐতিহ্য-সংস্কৃতি ও ইতিহাসের শিকড় থেকে জীবনবােধের সন্ধানে আবৃষ্ট করে। তাই ভাষালিপি ও সংস্কৃতি আমাদের জীবনীশক্তি ও প্রাণরস।