“ডক্টর মুরোর রহস্যময় দ্বীপ” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
ডক্টর মুরাের রহস্যময় দ্বীপ একটা বিজ্ঞান কল্পকাহিনি। একটা নির্জন দ্বীপে মানুষ ও পশু-পাখির আচরণের নিখুঁত বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষা নিয়ে উপন্যাসটির কাহিনি এগিয়েছে। অনেকগুলাে দার্শনিক তত্ত্ব, মানুষের ব্যথা-বেদনার উৎস কি, নির্মমতা আর নৈতিকতার উৎস কি? মানব পরিচয় ইত্যাদি নানান বিষয় নিয়ে এই বিজ্ঞান কল্পকাহিনির রহস্যময় গল্প এগিয়েছে। এডওয়ার্ড পেড্রিকের মুখের ভাষায় উপন্যাসের কাহিনি বর্ণনা করা হয়েছে।