গীবত ও মিথ্যা
গীবত ও মিথ্যা। সমাজে বিশৃংখলা সৃষ্টি এবং আপসের মধ্যে দুশমনি পয়দা করার পেছনে সর্বযুগেই শয়তানের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আজ যেখানেই যাই, যে মজলিসেই পা রাখি গীবতের দুর্গন্ধে ভরপুর পরিবেশ। সমাজের সর্বোচ্চ মহল থেকে সর্বনিম্ন পর্যায়ের মানুষেরা এই ঘৃণিত গোনাহের সাথে লিপ্ত। মিথ্যার বেলায় ও একই কথা । বিশেষ করে প্রতারণার যে সয়লাব আমি লক্ষ করেছি তাতে নৈরাশ্য ছাড়া আর কিছুই আমার মনে আসে না। তারপরও আশায় বুক বাধি -যখন চোখের সামনে চলে আসে গীবত ও মিথ্যার প্রচলিত রূপ নিয়ে সবিস্তার আলোচনা সম্বলিত লিখিত পান্ডলিপি ।