“অনন্য আরব” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
লেখক, সাংবাদিক, প্রীতিভাজন গাজী মুনছুর আজিজের পায়ের নিচে যে শর্ষে, এটা আমাদের অজানা নয়। প্রতিশ্রুতিশীল এ লেখক পেশায় সাংবাদিক হলেও নেশা তার ভ্রমণ অহর্নিশ ছুটে চলেন কোলাহল থেকে নির্জনতায়, নির্জনতা থেকে কোলাহলে… পাহাড় থেকে সমুদ্রে, সমুদ্র থেকে বনের গহিনে কিংবা হাওরের মৌনতায় খুঁজে নেন জীবনের রঙ। দেশ দেখছেন, দেশ জানছেন, ঋদ্ধ হচ্ছেন। অবিমিশ্র অভিজ্ঞতায় না। মাঝে মধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে পদচিহ্ন রাখছেন ভিনদেশের অজানা-অচেনা লােকালয়ে আর লিখে চলেছেন দু’হাতে।
গাজী মুনছুর আজিজ আমার কাছে আক্ষরিক অর্থেই এক বিরল প্রতিভা, পরিশ্রমী, প্রতিশ্রুতিশীল এক সংবাদকর্মী; ভ্রমণ পাগল এক তারুণ্যের নাম । বহুমাত্রিক বৈচিত্র্যময় লেখনী দিয়ে এরই মধ্যে তিনি পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। প্রতি বছর বাড়ছে তার বইয়ের তালিকা… ভ্রমণ, ফিচার, মুক্তিযুদ্ধ… সব বিষয়েই দেখাচ্ছেন অসামান্য মুন্সিয়ানা । এরই ধারাবাহিকতায় তার আরেকটি ভ্রমণবৃত্তান্ত ‘অনন্য আরব। আমাদের মহানবি (সা.) এর স্মৃতিধন্য সৌদি আরব ভ্রমণ নিয়ে তার এ বই ।