আমরা অনেকেই ‘বিজ্ঞানমনস্ক’ হওয়ার কথা বলি। ঠিক কাকে ‘বিজ্ঞানমনস্কতা’ বলব সেটা কী আমরা সবাই বুঝি? ‘বিজ্ঞানমনস্কতা’ একটি দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি লাভ করা খুব সহজ কাজ নয়। তবে একথা বলা যায়- আপনি বিজ্ঞানী বা বিজ্ঞানের ছাত্র না হয়েও এটি অনুশীলন করতে পারেন। এই দৃষ্টিভঙ্গি আমাদের প্রগতিশীল মানবিক জীবন গঠনে সাহায্য করে। লেখক এই বইয়ে বিজ্ঞানমনস্কতার উৎস সন্ধানে ইতিহাসের গভীরে অনুসন্ধান চালিয়েছেন। দেখিয়েছেন কীভাবে হাজার বছর ধরে অসংখ্য চড়াই-উৎরাই, লাঞ্ছনা, আত্মত্যাগ আর সফলতার সিঁড়ি বেয়ে তিল তিল করে গড়ে উঠেছে বিজ্ঞানমনস্কতার ভিত্তি।