“ইসলাম বিজ্ঞান ও দর্শনের আলোকে পর্দার বিধান” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
কুরআন ও হাদিস নারীর প্রকৃত মুক্তিসনদ। নারীমুক্তির অগ্রদূত বিশ্বমানবতার মহান। প্রেমিক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের যে জাহেলি সমাজে। নারীর কোনাে মর্যাদা ছিল না, কন্যাসন্তানকে যে সমাজে জীবন্ত হত্যা করা হতাে, সেই সমাজেই নারীর প্রকৃত মর্যাদার আসন গড়ে। তুলেছিলেন মানবতার কাণ্ডারি মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । কিন্তু কোন জাদুবলে তিনি নারীর মর্যাদা সুরক্ষিত করেছেন, কোন মহৌষধে নারী পেয়েছে। মাতৃত্বের সম্মান, পেয়েছে বেঁচে থাকার অধিকার, পেয়েছে শতভাগ নিরাপত্তা, কোন। সােনার কাঠির পরশে জাহেলি সমাজের। কালাে আঁধারটা খান খান করে ভেঙে গড়ে ওঠেছে মানবতার মমতাঘেরা সােনালি। সমাজ! সেই ভিন্ন স্বাদের প্রেসক্রিপশনই । নিখুঁতভাবে ফুটে ওঠেছে ‘ইসলাম বিজ্ঞান ও দর্শনের আলােকে পর্দার বিধান’ বইটিতে। আজকের সমাজটাকে সুন্দরভাবে সাজাতে এবং নারীজাতির প্রকৃত মর্যাদা পুনরুদ্ধারে বইটি মাইলফলকের ভূমিকা পালন করবে। বলে আমাদের বিশ্বাস।