“স্মৃতিময় দিনগুলি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরােত্তম তার সংগ্রাম সাধনার মধ্য দিয়ে, জীবন। চর্চার মধ্যদিয়ে জীবনের রক্ত-স্বেদকনার উপাদান। সংশ্লিষ্ট করে যে সুরম্য কীর্তির স্থাপনা করে গেলেন তা বিস্ময়কর। এবং অনন্যতায় সুবিস্থিত। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরােত্তমের প্রকাশিতব্য ‘স্মৃতিময় দিনগুলি বইটিতে তার সগ্রামমুখর দিনগুলির স্মৃতিগুলি ঝলমল করে উঠেছে। হয়ে উঠছে দিব্য এবং মূর্তমান। তার আরাে বইয়ের মধ্যে স্বাধীনতা ‘৭১, মওলানা ভাসানীকে যেমন দেখেছি, বজ্র কথন, তাঁরা আমার বড় ভাই-বােন, পিতা-পুত্র, শিকড়ের সন্ধানে, না বলা কথা, মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর জনযুদ্ধ। আর একটি কবিতার উদ্ধৃতি দেবাে এখানে এ কবিতাটি কথাশিল্পী প্রবােধ। কুমার সান্যালের।
লেখকের ‘স্মৃতিময় দিনগুলি’ গ্রন্থটি বাঙালির জীবনের স্মৃতির ফলকে উত্তীর্ণ হয়ে থাকবে। জাগরূক থাকবে বহুদিন, বহুকাল। আর এ কথাটিও বলে রাখতে চাই-এই গ্রন্থটি আগামীকালের সংগ্রামের রাজপথে ভবিষ্যতের উদ্দীপ্ত, আকর হয়ে থাকবে।