“প্রবাল দ্বীপের কল্পকথা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
রেয়া নামের একটি ছােট্ট মেয়ে বড় বােনের মত প্রবাল দ্বীপে বেড়াতে যাবার এক সুপ্ত বাসনা নিয়ে ঘুমুতে গেল। তার ইচ্ছেটা এতটাই প্রবল ছিল যে সে চলে গিয়েছিল তার বন্ধুদের সাথে নির্জন সুন্দর সেই দ্বীপে। ছ’জন বন্ধু মিলে উপভােগ করেছিল স্বাধীনতার স্বাদ আর বিচিত্র সব অভিজ্ঞতা। এর সবটুকুই উঠে এসেছে ‘প্রবাল দ্বীপের কল্পকথা’য়।