এই গ্রন্থের গল্পগুলোর প্রায় সবগুলো চরিত্রই সমাজের প্রান্তবর্তী, নিম্নবর্গের, দারিদ্র-পীড়িত। এসব গল্পের উপজীব্য হলো একটি অশালীন সংস্কৃতির মধ্যে কি ভাবে মানুষ ও মানবতা বেঁেচ থাকে তার চিত্র রচনা! ‘তার অনুপস্থিতি’ গল্পে অজিতবাবু কী ভাবে জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে, ‘নীল আক্রোশ’র ইয়াসীনের বিপন্ন পৌরুষ কাঁদছে প্রতিহিংসার অনলে, ‘নায়ক কাপুরুষে’র নায়ক কিভাবে জীবন থেকে পালিয়ে আসে, কিংবা ‘শরীর, হৃদয়’-এর মজিরন চরম উৎকণ্ঠার মধ্যেও জৈবিক বাসনা অনুভব করে কারো শরীরের গন্ধভাবনায়, ‘প্রতিপক্ষে’র নায়িকা ইষ্টিশনের জীবনেও খুঁজে ফেরে মানবিক আশ্রয়। এভাবে একটা ভূগোল তৈরি করেছে লেখক, যেখানে চরিত্রগুলো অবিরাম কথ্য আঞ্চলিক ভাষায় কথা বলে, আর্তনাদ করে, আবার খিস্তি-খেউড় দেয় অনায়াসে।