বিজ্ঞানী রবিনসন একদিন তৈরি করে ফেলেন ভবিষ্যৎ দেখতে পাওয়ার এক যন্ত্র। সেই যন্ত্রে নিজের ভবিষ্যৎ দেখতে গিয়ে খুব আপন কারও হাতে নিজের মৃত্যু দেখতে পান তিনি। কিন্তু কে মারবে তাকে? কেনই বা মারবে? টাইম। ট্রাভেল করে বিজ্ঞানী পৌঁছন ত্রিশ বছর পরের পৃথিবীতে। ছায়াসঙ্গী হয়ে ঘুরতে থাকেন নিজের ভবিষ্যৎ সত্তার পাশে-পাশেই। আগামী সেই ত্রিশ বছরে নিজের পরিবর্তন, নিজের নৃশংসতা দেখে রবিনসন শিউরে ওঠেন নিজেই। কিন্তু বিজ্ঞানী কি শেষমেশ পারেন নিজের খুন হওয়া আটকাতে? কে মারতে চেয়েছিল তাকে? কী হয় তার যন্ত্রের ভবিষ্যৎ?