ভাগ্যে যদি তুমি না থাক,
সেই ভাগ্য আমি ছাড়ব,
ভাগ্যের বাইরে একটা দুনিয়া,
তােমার জন্য গড়ব।
প্রবণতার বিচারে মানুষের মন কখনাে কেন্দ্রমুখী আচরণ করে, কখনাে আবার কেন্দ্রবিমুখী। এই দ্বিচারিতা মাঝেমধ্যে তার জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেয়, মাঝেমধ্যে ডেকে আনে শুধুই সঙ্কট। এই গল্প এমনই এক মানুষের। অন্যদিকে, একজন মানুষের পৃথিবীতে আগমন কোনাে বিচ্ছিন্ন ব্যাপার নয়। না চাইতেও সে জড়িয়ে যায়, জড়িয়ে থাকে পরিপার্শ্বের সাথে, যা তার জীবনকে নানা আঙ্গিকে প্রভাবিত করে। অনেক সময় যাপিত জীবনের সাথে এই অভাবিত ব্যাপারগুলাে এমনভাবে জড়িয়ে পড়ে যে তা জীবনের সামগ্রিকতাকেও আমূল বদলে দেয়। এমন ধারা ও পস্থিতির মধ্য দিয়ে যাওয়া কিছু মানুষেরও গল্প।