নারীর একই স্তনে লালিত হয় স্বামী ও সন্তান।এ্কই আশ্রয়ে দুই ভালোবাসা।কিন্তু সেই ভালোবাসার রকমফের ও পরিপূর্ণতা সম্পূর্ণ ভিন্ন।ছেলের প্রতি মায়ের ভালোবাসা আদরের,সঙ্গে ব্যাক্তিত্বেরও।সেটা স্বামী হতে বহু দূরবর্তী।অনেকে এই উপন্যাসে সেটা গুলিয়ে ফেললে ভুল হবে।এখানে মা ও ছেলের ভালোবাসা পরিপূর্ণতা ও অনন্যতার প্রকাশ। দেহের সঙ্গে মনোজগতের যে চিরায়ত সম্পর্ক ,সেই সম্পর্কে লেখক নারী ও রক্তের প্রমোদখেলা রচনা করেছেন উপন্যাসে।মন যেন চঞ্চলা হরিণী হয়ে ছুটে শরীরে সবটা জুড়ে।সবখানে যেন আনন্দের নৃত্য।এক অপরূপ অবধারিত সৌন্ের্যের দিকে চলে গেছে শরীর ও সম্পর্কের রসায়ন।এর চেয়ে আর সহজ করে বলতে পারছি না। -চন্দন চৌধুরী