তথ্যচয়নে-বিশ্লেষণে, পরিশ্রমে-গবেষণায়, মেধায়-বিকিরণে সমুজ্জ্বল এ-যেন রবীন্দ্রনাথের ধর্ম বিষয়ে এক কোষগ্রন্থ। গ্রন্থটি সম্পর্কে লিখতে গিয়ে একালের এক ঋষিকল্প কবি ও অধ্যাপক অলােকরঞ্জন দাশগুপ্তের মন্তব্য, অধ্যাপক গৌতম নিয়ােগীর কৃতিত্ব, স্থানে ও সুস্থিতিতে আবিষ্ট সেই কবিচিত্তকেই তার ‘রবীন্দ্রনাথ ও মানুষের ধর্ম’ শীর্ষাঙ্কিত। প্রবন্ধ সংগ্রহের কেন্দ্রে প্রতিষ্ঠিত ও কেন্দ্রিত করেছেন। সেই আবহে প্রবুদ্ধ ভগবদগীতা থেকে শুরু করে রামায়ণ-মহাভারত হয়ে রাজা রামমােহন রায় কি মহর্ষি দেবেন্দ্রনাথ। প্রমুখ ভাবধারা এবং ভাবুকের সুদুর ও সমীপকালীন এষণার চালচিত্র তিনি বুনে দিয়েছেন। উপরন্তু অধ্যাপক নিয়ােগীর চরিতমানসে সাহিত্যস্নায়ুর ঘাটতি নেই বলেই তার ভাষা অদ্ব্যর্থক, সচ্ছল রবীন্দ্র মননে ধর্ম বিষয়ে এক সন্ধানী আলােকপাত এই মূল্যবান গ্রন্থ।