“রবীন্দ্র ভাবনায় নারী চরিত্র” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘গােপন কথাটি রবে না গােপনে।
না না না রবে না গােপনে।
গােপন কথাটি।
.রবীন্দ্র মনােজীবনে স্থান পান অনেক লেখিকাকণ্ঠ। কবি রবি বলেন গােপন কথাটি রেখাে না গােপনে। কেউই কিন্তু প্রকৃত অর্থে তার মন স্পর্শ করে যেতে পারেননি। তবু রহস্যময়ী রৌদ্রের অন্ধকারে একটুকু ছোঁয়ায় উদ্ভাসিত হন মূলতঃ দু’রমণী কাদম্বরী দেবী, ভিক্টোরিয়া ওকাম্পাে। কথা কাব্যের অনুপ্রেরণাদাত্রী। একজন মুক্ত বিহঙ্গ, অন্যজন বিশ্রামের নীড়বিন্দু। ভালােলাগা আর ভালােবাসার ঘনপিনদ্ধ মুহূর্তেও তিনি কাউকেই ধরে রাখতে পারেননি। কারুর কাছে আবদ্ধ থাকেননি। কিদারুণ ক্ষমতা! কি অসামান্য ক্ষমতা! অথচ রাবীন্দ্রিক সাহিত্যভাবনায় রমণীয় নারী একটি উজ্জ্বল উপস্থিতি প্রেম থেকে ত্রিকোণ প্রেমে। প্রণয়ের এই ময়ুরপঙ্খীতে রবীন্দ্রনাথ ভালােবাসার রংমহাল উন্মােচিত করেছেন। এ গ্রন্থের পরতে পরতে তার সর্বাধুনিক বিশ্লেষণ ইতিহাস তৈরি হবে।