১৯৫৬ সাল থেকে আজ পর্যন্ত এ অঞ্চলের চলচ্চিত্রকলার সাথে যিনি নানাভাবে জড়িয়ে আছেন, তিনি অভিনয়শিল্পী-চলচ্চিত্রকার সুভাষ দত্ত। জন্মেছিলেন ৯ ফেব্রুয়ারি ১৯৩০ সালে দিনাজপুরের মাতুলালয়ে। বাবা প্রভাসচন্দ্র দত্ত মা। প্রফুল্লনলিনী দত্ত স্ত্রী সীমা দত্ত -সকলেই প্রয়াত। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ে পাড়ি দেন বােম্বে। ইচ্ছে কী ছিল? জানা যাবে তাঁর কথাতেই। কীভাবে সেই ১৯৫৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে তৈরি প্রথম সশব্দ পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র মুখ ও মুখােশ -এর পােটার আঁকিয়ে হিসেবে কাজ পেলেন; কোন চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবনের শুরু; কোনটি তার প্রথম নির্মিত চলচ্চিত্র; কেন তিনি একটিও উর্দু চলচ্চিত্র নির্মাণ করেননি; কেন তাঁর নির্মিত চলচ্চিত্রের বিষয়ে এত বৈচিত্র্য সবকিছুর প্রামাণিক ধারাভাষ্যে বক্ষ্যমান এই কথােপকথন। কথােপকথনে এমন অনেক তথ্য ও প্রমাণ উন্মােচিত হয়েছে যা আমাদের চলচ্চিত্রশিল্পের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনার উপাদান জোগাবে।