“সেদিন গোধূলি সন্ধ্যায়” বইয়ের কাহিনি সংক্ষেপ:
‘সেদিন গােধুলী সন্ধ্যায়’ তাপস আর শিউলীর প্রথম দেখা। সেই দেখা থেকেই গড়ে ওঠে নিবিড় ভালােবাসার সম্পর্ক! চিরন্তন-শাশ্বত ভালােবাসা আভিজাত্য শিল্পপতি অজিতেশ রায় চৌধুরী মেনে নেবেন না একথা । তাপস-শিউলীর মনে উঁকি মারলেও প্রেমিক-প্রেমিকার ভালােবাসা সেকথা ভাবেনি। কিন্তু গােপাল রায়ের গরীবের মেয়েকে বউ করে নেবার যখন রায়চৌধুরীবাবু স্বয়ং প্রস্তাব দিলেন সেটা কি শিউলীর জীবনে স্বপ্ন না বাস্তব ? | সেদিন গােধুলী সন্ধ্যার লগ্নে তাপস শিউলীর বিয়ে শেষে কেন অভাগী শিউলীর স্বপ্ন ভেঙে গেল ? কোন দুষ্কৃতিদের চক্রান্তে হল সে অপহৃতা? কি তার মুক্তিপণ ? কে ওই ভৈরবানন্দ? কে ওই ব্লাক ডন মিঃ গ্যামবাে বারুদ খুন না করেও কেন কাদের চক্রান্তে সেজেছিল খুনী আসামি? খুঁজে পেয়েছিল সে তার বােন ময়নাকে? পেরেছিল সে প্রতিশােধ নিতে? সেদিন গেলে সন্ধ্যায় তাপসের জীবন থেকে যে নববধূ শিউলী অপহৃতা হয়েছিল। তাকে কি মিঃ গ্যামবাের কবল থেকে উদ্ধার করতে পেরেছিল? নাটকটি কলিকাতার সুবিখ্যাত নাট্য কোম্পানীতে সগৌরবে অভিনীত।