একটি ব্যতিক্রমী বই যেখানে তিন-চার প্রজন্মের মেয়েরা তাদের নারী-জন্মকথার ইতিবৃত্ত লিখেছেন অকপটে। বালিকা থেকে কিশােরী হয়ে ওঠার সময়ে এবং তার পরেও, মেয়েবেলার নানা পর্বে, তাদের শরীর-মনের অদলবদলগুলাের অভিঘাত ধরা পড়েছে এই সব লেখায়। কতকগুলাে প্রাকৃতিক নিয়ম ও পরিবর্তনকে ঘিরে কিছু সামাজিক বিধি-নিষেধ ও অবাঞ্ছিত আড়ষ্টতা ভাঙতে চাওয়া হয়েছে লেখাগুলােয়। লিখেছেন কবি ও সাহিত্যিক, খেলােয়াড় ও রাজনৈতিক কর্মী, হাসপাতালের ডাক্তার ও গ্রামের গৃহবধূ এবং আরও অনেকে। তাদের বিচিত্র অভিজ্ঞতায় ঋদ্ধ এই বই। প্রচুর অন্ধকার সরিয়ে ও নীরবতা ভেঙে এই অন্তরঙ্গ কথােপকথন মেয়েদের লজ্জিত ও অপরাধী হয়ে না-থাকার সাহস জোগাবে। হয়ে থাকবে সামাজিক ইতিহাসের এক জরুরি দলিল।