‘অন্নপূর্ণার আশ্রম’ বইয়ের ফ্ল্যাপের লেখা
পারমিতা আপসহীন সংগ্রামী চরিত্র। এক যৌনকর্মীকে সমাজবিরোধীদের দ্বারা আক্রান্ত হতে দেখে সে রুখে দাঁড়ায়। সমাজবিরোধীরা ওই যৌনকর্মীকে রাস্তায় বিবস্ত্র করে খুন করে। বহু মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করলেও প্রতিবাদ জানাতে এগিয়ে আসে না । কিন্তু পারমিতা ও পাড়ার যৌনকর্মীদের সঙ্গে নিয়ে শহরের ব্যস্ততম এলাকার রাস্তা অবরোধ করে। এ জন্য সে রাতে তার শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়। পারমিতার বাবা-মা, তাঁদের আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের গঞ্জনায় অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। পারমিতা বাধ্য হয়ে পতিতাপল্লিতে রাত কাটায়। ফলে সে স্কুলের চাকরিটিও হারায়। এই ভাবে পারমিতা তার ঘরে ফেরার সব রাস্তা একে একে হারিয়ে ফেলে। পরে সে যৌনকর্মীদের সন্তানদের নিয়ে একটি আশ্রম-বিদ্যালয় প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। তখন শহরের একটি নাট্য-দল পাশে এসে দাঁড়ায়। উদ্যমী সততাকে তারা বিচ্ছিন্ন হতে দেয় না।