“পাঁচকড়ি দে রচনাবলী ( ১ থেকে ৬ খন্ড সেট)” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এখনকার পাঠক আর পাঁচকড়িকে পড়ার সুযােগ পান না। অথচ জানি পড়ার সময় তিনি করে নেবেনই। তার খান তিরিশেক লােমহর্ষক বইয়ের থেকে বেছে বেছে কয়েকখণ্ডে আমরা তার রচনাবলী প্রকাশের আয়ােজন করেছি। প্রতিখণ্ডে থাকবে প্রাসঙ্গিক ভূমিকা। বাংলা সাহিত্যের নষ্ট কোষ্ঠীর উদ্ধারে ব্রতী অধ্যাপক বারিদবরণ ঘােষ এই কাজে উদ্যোগী হয়েছেন। পাঁচকড়ি দে এখন পাঠকের টেবিলে, বিছানায় বালিশেরপাশে, যাতায়াতের থলিব্যাগসুটকেশে বিরাজমান হবেন—এই ভরসা।