“সহজ হোমিওপ্যাথিক প্র্যাকটিস” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ঘরে ঘরে হােমিওপ্যাথিক ওষুধের প্রচলন বহুদিনের। সর্দি, কাশি, জ্বর, পেটের গণ্ডগােল প্রভৃতি সাধারণ অসুখ ছাড়াও চিকিৎসাযযাগ্য বহু রােগের বিবরণ ও তার ওষুধ এবং নানা অসুখের লক্ষণ অনুযায়ী চিকিৎসার কথা বইটিতে উল্লেখিত হয়েছে।
কিন্তু কোন কোন রােগে কোন ওষুধ প্রযােজ্য এবং সেই ওষুধের কত শক্তি কতক্ষণ অন্তর কী পরিমাণে খেতে হবে সেগুলি সঠিকভাবে জানা না থাকায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। বইটিতে এইসব বিষয়গুলিই খুব সহজ ভাষায় বলা আছে। এছাড়া শিশুদের রােগ ও তার চিকিৎসাও এই বইটিতে আছে।