বাংলার লােকসংগীত ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। পৃথিবীর অন্য কোনাে প্রদেশে আঞ্চলিক লােকসংগীতের এমন বিপুল বৈচিত্র্য বিরল। এই রাজ্যের ভৌগােলিক পরিবিশের বিভিন্নতা এখানকার সংস্কৃতিকেও বহুমাত্রিক ও বহুবর্ণরঞ্জিত করেছে। যার ফলশ্রুতি লােকসংগীতের বিচিত্র ধারাতেও প্রবাহিত! বাংলা লােকসংগীত কৌর্য গ্রন্থটি বাংলার প্রেক্ষিতে লােকসংগীত বিষয়ক একটি স্বয়ংসম্পূর্ণ জ্ঞানকোষ।
এই গ্রন্থে লােকসংগীত বিষয়ে আলােচনা দুটি পরিসরে বিশ্লেষিত হয়েছে। প্রথমটি মূলত তাত্ত্বিক পরিসর। এখানে সংগীত তথা লােকসংগীত বিষয়ে প্রাথমিক অথচ প্রয়ােজনীয় ধারনা চর্মিত হয়েছে। দ্বিতীয়টি বহুবর্ণ ও মাত্রা সহিত বাংলা লােকসংগীত্রে বৈচিত্র্যপূর্ণ পরিসর। গ্রন্থটির শতাধিক প্রবন্ধ ক্ষেত্র গবেষণা ঋদ্ধ জ্ঞাতব্য তথ্যে পরিপূর্ণ।
আলােচকদের মধ্যে প্রবীণ লােকসংস্কৃতি বিশেষজ্ঞরা যেমন আছেন, তেমনি স্থান পেয়েছেন নব্য প্রজন্মের নবীন গবেষকরাও। বাংলা লােকসংগীতের সুবিস্তৃত ক্ষেত্র সম্পর্কে এক সুচিন্তিত বিদ্যাকোষ এই গ্রন্থটি বাংলা লােকসংগীত বিষয়ক প্রথম কোষগ্রন্থ।