“যত বেশি জানে তত বেশি মানে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এই বইটিতে যে নটি প্রবন্ধ ‘নসংকলিত হল তা বাংলা ভাষা সাহিত্য সমালােচনার নানা পদ্ধতির সীমা ও সীমাবদ্ধতাকে প্রশ্ন করছে। গণপরিসরে ও বিদ্যায়তনে বাংলা বিদ্যাচর্চার সময় অনেক ক্ষেত্রেই ভিন্ন । রুচির অধিকারকে স্বীকার করা হয় না। সবসময় কোনাে পাঠ থেকে কোনাে একক সিদ্ধান্তে যাওয়া যাবেই তার কোনাে মানে নেই। তবে কে কেন কোন পাঠ। নির্মাণ করছেন সেই ইতিহাসটুকু মনে রাখলে পাঠকের গরজটুকু টের পাওয়া যায়। এই বইতে পাঠকের গরজের সেই ইতিহাস তুলে ধরা হল।