“আপনি তুমি রইলে দূরে সঙ্গ নিঃসঙ্গতা ও রথীন্দ্রনাথ” বইয়ের মুখবন্ধ:
শান্তিনিকেতনের ‘কলুষিত’ আবর্ত সর্বদা তাকে অস্থির করে রাখে। নির্বান্ধব, অভিমানী কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এক শোচনীয় ব্যক্তিগত জীবনের উপান্তে গভীর বিষাদে নিমজ্জিত হলেন। তার মধ্যেই কাছাকাছি এলেন বিশ্বভারতীর অনুজ অধ্যাপক নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় ও তার রূপে অনন্যা স্ত্রী মীরার পিতার প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, সাজানো বাগান-এ-সব ছেড়ে, একদিন মীরা আর তার শিশুপুত্রকে নিয়ে দেরাদুনে পাড়ি দিয়ে, দীর্ঘ নয় বছর জীবনের বাকি দিনগুলি রথীন্দ্রনাথ কাটিয়ে দিলেন সেখানেই। রথীন্দ্রনাথের জীবন-সায়াহ্নের তমসাচ্ছন্ন, দুঃসাহসী অধ্যায়টি এই প্রথম আলোক-স্নাত এক বহু প্রতীক্ষিত, সংবেদনশীল, তথ্যনিষ্ঠ ও সংযমী প্রবন্ধে। একই সঙ্গে এই প্রথম সংকলিত হল নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, মীরা চট্টোপাধ্যায় ও প্রতিমা দেবীকে লেখা রথীন্দ্রনাথের দুর্লভ কিছু পত্রাবলী।