“মাঝি বাইয়া যাও রে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অমর পাল লােকগানের সেই বিরল শিল্পী যাঁর কণ্ঠে গান আর শুধু গান থাকে না, হয়ে ওঠে দর্শন। ভাটিয়ালি গানের প্রবাদপ্রতিম এই শিল্পীর জীবনও তাঁর কণ্ঠ-নিঃসৃত সংগীতের মূর্ঘনার মতাে ব্যঞ্জনাময়। এ গ্রন্থেই প্রথম ধরা রইল তার কিংবদন্তী হয়ে ওঠার দীর্ঘ ঘটনাবহুল সংগ্রামময় কাহিনি। সেই আখ্যান তার গানের মতােই সরল, মােহময় ও জাদুকরি। কিন্তু কেন এ মুহূর্তে অমর পালই দুই বাংলায় লােকগানের সবচেয়ে সম্মানিত স্বর? তার কণ্ঠে আছে সেই হিরন্ময় ঐশ্বর্য, যা আমাদের রােমাঞ্চিত করে। অনির্বচনীয় আবিষ্কারের পুলকে। সে আবিষ্কার শাশ্বত এক জীবনবােধকে খুঁজে পাওয়ার আনন্দে প্রােজ্জ্বল। প্রান্তিক মানুষের সহজিয়া জীবনে যে জাদু লুকিয়ে আছে,। তার অপরূপ সৌন্দর্যকে আমরা চিনতে পেরেছি তারই সৌজন্যে। ভাঙা নাওয়ের যাত্রী হয়ে জীবনের অকূল দরিয়ায় এই যে আমাদের অনির্দেশ ভেসে চলা, তার সুর তাে বাঁধা আছে। ওই সুরসাধকেরই মরমিয়া কণ্ঠস্বরে।