‘প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা’ বইয়ের সূচিপত্রঃ বৃহৎ ভারতবর্ষে প্রাচীন প্রাজ্ঞজনেরা প্রকৃতিপরিবেশ নিয়ে কী চিন্তা করতেন, তার প্রকাশ কেমন ছিল, নিজেদের দৈনন্দিন জীবনে কী কৌশলে বা প্রকৌশলে প্রাকৃতিক শক্তিসম্পদকে ব্যবহার করেছেন, তার সঙ্গে সংঘাত না মিলনের সম্পর্ক ছিল তাঁদের, এসব নিয়েই অনুসন্ধান এই বই।
পৃথিবীর জীবলোকে এখন গভীর এক অসুখ বাসা বেঁধেছে। বর্তমান পৃথিবীর পরিবেশ ও তার সমস্যার বহু-আয়তনিক দিক ও ব্যাপকতার কারণগুলি এই অসুখের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে এই অনুসন্ধান। বেদ, পুরাণ, সংস্কৃত সাহিত্য, বৌদ্ধ-জৈন আকরগ্রন্থ, অশোকের লেখমালা, কৌটিল্যের অর্থশাস্ত্র, মনুর স্মৃতিসংহিতা, সুশ্রুতের সংহিতা থেকে শুরু করে ভারতীয় আদিবাসীদের পরম্পরাগত পরিবেশভিত্তিক আচার-অনুষ্ঠান এবং হরপ্পামহেঞ্জোদারোর সময়ের মধ্যে প্রবেশ করে সেই গভীর অসুখের নিদান অনুসন্ধান চালানো হয়েছে।
প্রকৃতির সঙ্গে প্রাচীন মানুষের সম্পর্ক কী ছিল তা জানতে একমাত্র ভারতবর্ষেই বোধ হয় পাওয়া যায় এত তথ্য। তাই শুধু ভারতবর্ষই নয়, সারা পৃথিবীর সমগ্র জীবজগতেরও নিদান অনুসন্ধানের জন্য একমাত্র নির্ভর এই বিপুল বিস্ময়কর তথ্য ভাণ্ডার।