“বত্রিশ সিংহাসন” বইটি সম্পর্কে কিছু কথা: মহাকবি কালিদাসের ব্যতিক্রম রচনা বত্রিশ সিংহাসন অবলম্বনে, তাকে শিশু ও কিশোর উপযোগী করে এই বইটি রচনা করা হয়েছে। বত্রিশ সিংহাসন একটি রূপকধর্মী গ্রন্থ। যাতে বত্রিশটি পুতুলের মুখ থেকে রাজা বিক্রমাদিত্যু সম্পর্কে গল্প বলা হয়েছে। প্রতিটি গল্পই মানবিকতার গুণে সমৃদ্ধ। তাতে যেমন নিটোল গল্প আছে সেই সঙ্গে আছে চিরায়ত সত্য এবং আদর্শের কথা।
কালিদাস রচিত এই গল্পগুলি সাহিত্যের অন্যতম সম্পদ এবং চিরায়ত মানবিক আবেদনে সমৃদ্ধ। এই বত্রিশটি গল্পকে শিশু ও কিশোরদের উপযোগী করে লিখতে গিয়ে মূল গল্পের সবটুকু বজায় রাখা সম্ভব হয়নি। কিন্তু গল্পের মূল সুর বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এইটুকু বলা যায় এই গ্রন্থটি শুধু শিশু ও কিশোর নয়, সকলেরই পাঠযোগ্য।