“বাংলাদেশ সামরিকবাহিনীর লেখক অভিধান” বইটি সর্ম্পকে কিছু কথাঃ
এই গ্রন্থ উন্মেচিত করেছে এক বিস্ময়কর দিগন্ত। অষ্টপ্রহর লৌহকঠিন পরিবেশের মধ্যে যে বিশাল এক কমল জগত, নিয়ম-সর্বস্ব কাঠিন্যের মধ্যে যে অভাবনীয় সৃজনীশক্তি, তা মূর্ত হয়ে উঠেছে অভিধানের পাতায় পাতায়। বাহ্যিক আভরণ শুষে নিতে পারেনি তাদের সামরিকবাহিনীর সদস্যদের অন্তর্জগতের লালিত্য। এই গ্রন্থের পরতে পরতে ছড়িয়ে আছে আমাদের সেনা সদস্যদের লেখক সত্তার আলোকিত উপস্থিতি, তাদের মননশীল অন্তর্জগতের প্রাঞ্জল অবয়ব। সেনা সদস্যদের এই মেধা ও প্রতিভার সন্ধান আমরা এমন চমৎকারভাবে পেতে পারছি জাহিদুলের পরিকল্পনা, পরিশ্রম আর প্রচেষ্টায়।