“স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান ও পাস) কোর্সের সকল শাখা ও বিভাগের শিক্ষার্থীদের জন্যে সিলেবাস অনুসারে গ্রন্থখানা রচিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, পৃথিবীর ইতিহাস ও মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এক অবিস্মরণীয় ও যুগান্তকারী ঘটনা। এর পূর্বাপর ঘটনা ও তথ্যপুঞ্জ এতই গভীর ও বিশাল পরিসরে বিস্তৃত যে, একটি ক্ষুদ্র গ্রন্থের অবয়বে একে সন্নিবিষ্ট করা ও সীমাবদ্ধ রাখা দুরূহ ব্যাপার। তথাপি, শিক্ষার্থীদের ধারণ ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে সিলেবাস অনুযায়ী প্রয়ােজনীয় অধ্যায়বিন্যাসে গ্রন্থখানাতে লেখাসমূহ গ্রন্থিত, সন্নিবিষ্ট ও বিবক্ষিত করা হয়েছে। সুকঠিন ভাবনাগুলােকে প্রাঞ্জল করে এবং সংক্ষিপ্ত অথচ প্রয়ােজনীয় চৌম্বক তত্ত্ব ও তথ্য সমাবেশে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টিকে সিলেবাস নিরিখে সজ্জিত ও উপস্থাপিত করা হয়েছে।