উনিশ শতকে বাংলার সমাজ জীবনে দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭-১৯০৫ খ্রীঃ) রামমােহন রায় প্রদর্শিত পথে ব্রাহ্মধর্মের প্রচার ও প্রসারের জন্য অগ্রসর হয়েছিলেন। তার লেখা আত্মজীবনী থেকে সীমিত সময়ের ঘটনা (১৮৩৫-১৮৫৮ খ্রীঃ) জানা যায়। কিন্তু দেবেন্দ্রনাথের লেখা পত্রাবলী-তে ওই সময়ের ও তার পরবর্তীকালের বহু ঘটনার কথা বিবৃত আছে যা তার জীবনের বহু ঘটনা উন্মােচিত করে। কলকাতা, শান্তিনিকেতন, অমৃতসর বা হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে লেখা রাজনারায়ণ বসু, কেশবচন্দ্র সেন প্রমুখ। ব্রাহ্ম সমাজের কয়েকজনকে লেখা চিঠি থেকে সমকালীন সমাজ ও সামাজিক আন্দোলন সম্পর্কে জানা যায়। পরিবারের ঘটনা তিনি সচেতনভাকে এড়িয়ে গেলেও অনিবার্যভাবে তা দেখা দিয়েছে পত্রাবলীতে।