“বিকল্প বিপ্লব” বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: বছর বছর পুকুর খুঁড়েও কেন মেলে না বাড়তি জল? চার বছর স্কুলের বেঞ্চে বসে থেকেও কেন লেখাপড়া শেখে না শিশুরা? এ প্রশ্নগুলো তেমনভাবে করা হয় না। করলেও চটজলদি উত্তরে পৌঁছনোর তাগিদ থাকে বেশি। অনেকে বলেন, সার্বিক বিপ্লব, আমূল সংস্কার হলে এসব প্রশ্নের উত্তর খুঁজে লাভ কী? এ বই বলছে না। এমন ছোট ছোট প্রশ্নের উত্তর থেকে গরিবের জীবনে আসতে পারে বড় পরিবর্তন। আর তা আসছেও।