“হৃদয়ের রক্তক্ষরণ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
‘সুখের নীড়ের’ ন্যায় ‘হৃদয়ের রক্তক্ষরণ’ও ইসলামী ভাবধারায় রচিত একটি সুখপাঠ্য উপন্যাস। এ উপন্যাসের মূল চরিত্র মাসউদ ও মাহমুদা। পার্শ্ব চরিত্র হিসেবে আছে মানছুরা। মানছুরা মাহমুদার বান্ধবী। মাহমুদা কালাে। মানছুরা সুন্দরী। মাহমুদা কালাে হলেও দীনদার, অমায়িক ও নিরহঙ্কারী। পক্ষান্তরে মানছুরা তার সম্পূর্ণ ব্যতিক্রম। ফলে পদে পদে মানছুরাকে হোঁচট খেতে হয়। মাশুল গুনতে হয় কড়ায়-গণ্ডায়। ফলে বারবার রক্তক্ষরণ হতে থাকে তার হৃদয় থেকে এবং অবশেষে তার বুঝে আসে, অহঙ্কার পতনের মূল, অহঙ্কারীরা জীবনে শান্তি পায় না। নিষ্ঠাবান ও সত্যান্বেষী পাঠক-পাঠিকাদের জন্য শিক্ষা গ্রহণের অনেক কিছুই এ উপন্যাসে আছে।