লেখকেরা একজন ব্যক্তি কিন্তু তাদের থাকে চিন্তাভাবনার অনেকগুলি আয়তন। প্রবীণ লেখকের অনেকগুলি মুখশ্রী। প্রতিভাত হয় পাঠকদের কাছে, জিজ্ঞাসুদের কাছে এবং সমাজের নানা স্তরের মানুষের কাছে। তাই দেখা যায় লেখক যে কথা নিজের রচনায় ব্যক্ত করতে পারেননি অনেক সাক্ষাৎকারের মধ্যে দিয়ে লেখকমনের সেইসব গুপ্ত প্রকোষ্ঠ বাইরে বেরিয়ে আসে। সাক্ষাৎকার ভিত্তিক রচনার মধ্যে দিয়ে প্রশ্নকারী ও উত্তরদাতার সহযােগে উঠে আসে রচনার অন্দরমহলের ও ব্যক্তিলেখক জীবনের নানা বার্তা। বর্তমান বইতে সুধীর চক্রবর্তী-র নানামুখী ব্যক্তিত্বের ও সৃষ্টির অন্দরমহল প্রকাশিত হয়েছে। মােট নয়জন জিজ্ঞাসুর নানা প্রশ্নে ও প্রতিপ্রশ্নে।