গােত্র নির্ণয় লিপিকার রচনাগুলির রূপ ও প্রাণ উভয়ই অভিনব, দীপ্তিপূর্ণ এবং লাবণ্যময়। এদের আঙ্গিক অভিনব এবং আবেদনও বিচিত্রমুখী। ‘লিপিকা’ গ্রন্থের ৩৯টি রচনাকে কবি সুস্পষ্টভাবে তিনটি পর্বে বিন্যস্ত করেছেন। প্রথম পর্বে আছে ১৪টি রচনা-পায়ে চলার পথ, মেঘলা দিনে, বাণী, মেঘদূত, বাঁশি, সন্ধ্যা ও প্রভাত, পুরােনাে বাড়ি, গলি, একটি চাউনি, একটি দিন, কৃতঘ্ন শােক, সতেরাে বছর, প্রথম শােক, প্রশ্ন। দ্বিতীয় পর্বে আছে ৭টি রচনা—গল্প, মীনু, নামের খেলা, ভুল স্বর্গ, রাজপুত্তুর, সুয়ােরানীর সাধ, বিদূষক। বাকি ১৮টি রচনা আছে তৃতীয় পর্বে। সেগুলি হলাে—ঘােড়া, কর্তার ভূত, তােতাকাহিনী, অস্পষ্ট, পট, নতুন পুতুল, উপসংহার, পুনরাবৃত্তি, সিদ্ধি, প্রথম চিঠি, রথযাত্রা, সওগাত, মুক্তি, পরীর পরিচয়, প্রাণমন, আগমনী, কথিকা এবং স্বর্গমর্ত্য (নাটিকা)। প্রথম পর্বটিকে বলা হয় কাব্যধর্মী ভাবমুখ্য, দ্বিতীয় পর্বটি গল্পমুখ্য, তৃতীয় পর্বটি তত্ত্বমুখ্য।