অধ্যেতব্য বিষয় হিসাবে ভাষাতত্ত্ব যে। কিছুটা জটিল তা অস্বীকার করা যায় না। কিন্তু এ কথাও বলতে হবে যে এই আপাত-দুরূহ বিষয়টির ভিতর কৌতূহল ও আনন্দ দুইয়েরই উপাদান আছে। ‘ভাষার তত্ত্ব ও বাংলা ভাষা’ ভাষাতত্ত্ব বিষয়ে একটি সামগ্রিক আলােচনার বই। এই বইয়ের প্রথম পর্বে আলােচিত হয়েছে ভাষার তত্ত্ব। তুলনামূলক ভাষাতত্ত্ব ও বর্ণনামূলক ভাষাতত্ত্বের প্রকরণগুলি ব্যাখ্যা করা হয়েছে। সহজ ভাষায়। এবং বর্তমান কালে যে-বিষয়টিকে এড়িয়ে যাওয়া যায় না, সেই সংবর্তনী সঞ্জননী ভাষাবিজ্ঞান। সম্বন্ধেও সরল ও সংক্ষিপ্ত আলােচনা এতে স্থান পেয়েছে। স্থান পেয়েছে অন্য কতকগুলি প্রসঙ্গও, যেমন শৈলীবিজ্ঞান, সমাজভাষাবিজ্ঞান, অভিধানবিজ্ঞান। প্রভৃতি। বইয়ের দ্বিতীয় পর্বে আলােচিত হয়েছে। বাংলা ভাষার তত্ত্ব ও ভাষাতাত্ত্বিক ইতিহাস। প্রতিটি অধ্যায়ের শেষে গ্রন্থপঞ্জির উল্লেখ এ-বইয়ের অন্যতম বৈশিষ্ট্য। পাঠকের সুবিধার জন্য আছে নির্ঘণ্টও।