“নির্বাচিত আখ্যান” বই এর ফ্লাপের লেখা
আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মানুষ, তাঁদের বিচিত্র জীবনবিন্যাস ও জীবনবোধের মধ্যেই তো লুকিয়ে আছে আখ্যানের বীজ। চেনা-অচেনা সেই বিচিত্র মানুষ আর তাঁদের যাপন ও জীবিকা, সাংস্কৃতিক ও নান্দনিক জীবনবোধকে জানতে চাওয়াই একজন কথাকারের যথার্থ পরিচয় প্রাজ্ঞ কথাকার সুধীর চক্রবর্তী তাঁর ছকভাঙা এই লেখাগুলিতে সেই অচেনা-অজানা জীবন আর বিচিত্র সব মানুষের কথা বলেছেন একজন নৈর্ব্যক্তিক কথকের ভঙ্গিতে। কখনও শহরের রাস্তায়-গলিতে, কখনও চলমান চক্রযানে এবং অবশ্যই গ্রাম থেকে গ্রামান্তরে—বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে কথক ছুটে বেড়িয়েছেন জীবনকে জানবার আগ্রহ নিয়ে । এই গ্রন্থ কোনো পূর্ণাঙ্গ জীবনের কাহিনি নয়, গল্পও নয়। সব মিলিয়ে ‘নির্বাচিত আখ্যান’ হল জীবনেরই আখ্যান। বাংলা সাহিত্যের এ এক ব্যতিক্রমী সংযোজন ।