আহমেদ শফিককে যদি স্বপ্নমগ্ন প্রণয় অঙ্গিকারের কবি হিসেবে চিহ্নিত করা হয়, তা যেমন অতিশয়োক্তি হবে না; তেমনি তাকে বিরহ উদযাপনে আকীর্ণ অভিমানী প্রেমিক কবি হিসেবে উল্লেখ করা হয়, তাতেও ভুল বলা হবে না। আবার তার অসংখ্য প্রেমের কবিতার ফাঁকে ফাঁকে সমাজমনষ্কতা এবং সত্যের সপক্ষে দাঁড়িয়ে অন্যায়-অসত্যের বিপক্ষে; যে কোন অসঙ্গতির বিপক্ষে প্রতিবাদী হয়ে ওঠার ঝিলিকও দেখতে পাওয়া যায়।
অন্যদিকে আহমেদ শফিকের কবিতার নির্মিতি ও উপস্থাপন শৈলীতে কোমল-পেলব শব্দের ব্যবহার এবং কবিতায় অবিরাম গীতলতার আবহ ধরে রাখার মুন্সিয়ানা পাঠককে কাছে টানতে উদ্বুদ্ধ করে। সব মিলিয়ে আহমেদ শফিকের কবিতা স্বাতন্ত্র্যমণ্ডিত না হয়েও স্বমহিমায় বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে ওঠে। সঙ্গত কারণেই ধারণা করা যায় আহমেদ শফিকের ‘মাঘমল্লিকা’ কাব্যটি সব শ্রেণির পাঠককে মুগ্ধতার আবহে জড়িয়ে রাখবে।