“কো উনের কবিতা : খুলির নীরবতা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কো উন (১৯৩৩) কোরীয় ভাষার সবচেয়ে নন্দিত ও খ্যাতিমান কবি। দেড় শতাধিক গ্রন্থের রচয়িতা বহুপ্রজ এই কবি নিজ দেশে জীবন্ত কিংবদন্তি। আজকের বিশ্বকবিতায়ও তিনি বলিষ্ঠ কণ্ঠ। কবিতা তাঁর কাছে নিশ্বাস-প্রশ্বাসের মতাে। উপন্যাস, নাটক, সাহিত্য সমালােচনাসহ বিশাল সম্পদ তার রচনাভাণ্ডারে। কবির দেড় শতাধিক নির্বাচিত কবিতার অনুবাদ নিয়ে এই গ্রন্থ। কবির নিজস্ব জগৎকে তারই ব্যাখা ও উপলব্ধি দিয়ে বােঝার জন্য এই গ্রন্থে সংযােজিত হয়েছে কবির গদ্য, সাক্ষাঙ্কার, জীবনী এবং একটি সামগ্রিক মূল্যায়ন রচনা। কো উন তাঁর কবিতায় এমন এক ভাববিশ্ব উপস্থাপন করেন, যা একই সঙ্গে আধুনিক ও মরমিয়া। কো উনের কবিতার বনিয়াদি শক্তিতে থাকে তাও, বুদ্ধ ও কনফুসিয়াসদের ভাবাদর্শ। ধর্মীয় ও রাজনৈতিক ভাবাদর্শ যখন লােকায়তিক রূপ পায় তখন তা হয়ে ওঠে সর্বজনীন ও সর্বকালীন। যে কারণে, কো উনের কবিতাকে অনায়াসে মনে হয় আমাদের কবিতা, মনে হয় এই বাংলারই অন্য বয়ান। কেবল কো উন নন, কোনাে কোরীয় কবিকে নিয়ে বাংলাভাষায় এটিই প্রথম বই।