বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি

৳ 850.00

লেখক তাহের উদ্দিন
প্রকাশক র‌্যামন পাবলিশার্স
আইএসবিএন
(ISBN)
9847035002521
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪৫৫
সংস্কার 1st Published, 2017
দেশ বাংলাদেশ

“বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি” ফ্ল্যাপে লেখা কথা:
বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক-অর্থনীতি গবেষণা অতীতে হয়নি। আমরা মাদ্রাসা বিষয়ে যেসব নীতি-নির্দেশনা পেয়েছি তা খুবই যৎসামান্য, যদিও মানবসম্পদ তৈরির ক্ষেত্রে এসব যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এই গ্রন্থে বিস্তৃত পরিসরে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার রাজনৈতিক-অর্থনীতির চালচিত্র তুলে ধরা হয়েছে। এখানে।ৎ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয়গুলাের মর্মকথা উপস্থাপন জরুরি যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সেগুলাে হলাে: ছাত্র ও শিক্ষকসহ বিভিন্ন মাদ্রাসার ধরন অনুযায়ী মাদ্রাসার বৃদ্ধি এবং সময় পরিক্রমা; পাঠ্যক্রম; মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির রাজনৈতিক সম্পৃক্ততা; অর্থায়ন; মেয়েদের শিক্ষার মর্যাদা ও সংকীর্ণতা; ছেলেমেয়েদের মাদ্রাসায় পাঠানাে; কর্মসংস্থানের সুযােগসুবিধা; আধুনিক যুগে মাদ্রাসা শিক্ষা; মৌলবাদের বর্তমান উদ্বিগ্নতা এবং এরকম আরাে অনেক কিছু।
মাদ্রাসা শিক্ষার চাহিদা, সরবরাহ, উপযােগ প্রভাব-অভিঘাত সম্পর্কে নির্মোহ এবং নিরপেক্ষ রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় মুসলিম মনীষীদের উত্থান এবং বিকাশ বিশ্লেষণে স্পষ্ট বােঝা যায়মাদ্রাসা শিক্ষা উদ্ভবসূত্রে পশ্চাদমুখী ছিল না। রাজতন্ত্রসহ শােষকদের রাষ্ট্রতন্ত্র ও সরকার ব্যবস্থা জিইয়ে রাখার প্রয়ােজনে তা পশ্চাদমুখী হতে বাধ্য হয়।
এই গবেষণাগ্রন্থটি মূলত অনুসন্ধানমূলক বিশ্লেষণের ওপর ভিত্তি করে অনেক চিন্তাউদ্রেককারী বিষয়ে ফলাফল প্রকাশ করে। উল্লেখযােগ্য কয়েকটি যেমন: বাংলাদেশে প্রতি ৩ জনের ১ জন মাদ্রাসা ছাত্র- এর ফলে এই শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের নিয়ােগে বড় ধরনের ভারসাম্যহীনতা দেখা যায়। রাষ্ট্রের ব্যর্থতার কারণে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা সাধারণ শিক্ষার পরিবর্তে মাদ্রাসায় ভর্তি হয়; মাদ্রাসার শিক্ষার (উভয় সংখ্যা এবং ছাত্র) বৃদ্ধি ইতিবাচকভাবে সেনা-স্বৈরাচার শাসনামলের সাথে সম্পর্কিত যা এটাই নির্দেশ করে যে, গণতন্ত্রের অভাব শিক্ষাব্যবস্থাকে বিকৃত করে। মাদ্রাসা শিক্ষায় বেকার ডিগ্রিধারীর সংখ্যা অনেক বেশি যা জাতীয় সম্পদের অপচয়, ধর্মভিত্তিক রাজনীতির উত্থান এবং জঙ্গিবাদের উর্বর ভূমি সৃষ্টির সহায়ক। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ব্যয় অত্যুচ্চ।
পরিশেষে এটি বলা যায়, রাষ্ট্রের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে দরিদ্র জনগােষ্ঠীকে সাধারণ শিক্ষা পাওয়ার সুযােগ করে দেয়া উচিত; সরকারের উচিত বর্তমান মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সংস্কার করা বিশেষ করে কওমি মাদ্রাসার ওপর, অধিক গুরুত্ব দিয়ে মানবসম্পদ গঠন বিষয়ে গভীর চিন্তা করা। শিক্ষাকে শেষবিচারে হতে হবে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল এবং উদার গণতান্ত্রিক কল্যাণকামী রাষ্ট্রগঠন সহায়ক অন্যতম মাধ্যম।

তাহের উদ্দিন পেশায় ব্যাংকার। লেখালেখির অভ্যাস অনেক দিনের। প্রধানত তিনি ব্যাংকিং ও অর্থনৈতিক সমস্যার ওপর লিখে থাকেন পেশাগত দায়িত্ববােধ থেকে। ১৯৮৬ সনে প্রকাশিত Essays on_Banking & Development in Bangladesh তাঁর প্রথম বই। তিনি দৈনিক সংবাদ, ভােরের কাগজ, ইত্তেফাক, জনকণ্ঠ, দৈনিক অর্থনীতি, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, Dail Star ইত্যাদি পত্রিকায় লিখেন। সাহিত্য-সাংস্কৃতি বিষয়ে পড়াশুনা করা ছাড়াও তাঁর বেশকিছু লেখালেখি রয়েছে। এর ফাঁকে ফাঁকে কিছু কবিতাও লিখেছেন। তাঁর কবিতার প্রথম বই তৃষার্ত শব্দের পাখি। কবিতার দ্বিতীয় বই দীগল বাউল। তৃতীয় কবিতার বই জলে অতলে। চতুর্থ কবিতার বই মেঘলা তােমার মুখ। পত্রপত্রিকায় প্রকাশিত লেখা নিয়ে বই ব্যাংকিং ও উন্নয়ন। একটি ইংরেজি কবিতার সংকলন Mermaid Melodies । ভ্রমণকাহিনী এই পথ চলাতেই আনন্দ। শিশুদের জন্য ছড়ার বই রিমঝিম বৃষ্টি এবং ইংরেজি সংকলন Rain Rhymes। সর্বশেষ কাব্যগ্রন্থ তােমার চোখে আগুন ২০০৫-এর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। তিরিশ দশকের শেষদিকে তাঁর জন্ম। পৈতৃক নিবাস নেত্রকোনা। বাবা তমিজউদ্দিন আহমেদ, মা ফজরেন্নেসা খাতুন। উভয়ই প্রয়াত। তাঁর বাবা সরকারি চাকুরির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। সেই সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর শৈশব কেটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ ডিগ্রি লাভের পর চাকুরিরত অবস্থায়ই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৯৭৬ সনে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ভারত, পাকিস্তান, ইউএই, সৌদি আরব, মিশর, বাহরাইন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিংগাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তাহের উদ্দিন বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ