“জাতিসংঘ ও বাংলাদেশ : উন্নয়নে অংশীদার” সম্পর্কিত কিছুকথা:
জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার উন্নয়ন-সহযােগিতার প্রেক্ষাপট, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ এবং অন্যান্য জটিল কূটনৈতিক বিষয় অনেকের প্রত্যক্ষ অভিজ্ঞতার ঐতিহাসিক অংশ হিসেবে বিভিন্নভাবে প্রকাশিত ও মুদ্রিত হয়ে থাকলেও তরুণ-নবীণ ও ছাত্রসমাজের উদ্দেশে বাংলায় নিবেদিত খুব বেশি প্রকাশনা এখনাে আমার চোখে পড়েনি। তাই জাতিসংঘের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশিত আমার প্রবন্ধসমূহ থেকে গুটিকতক বাছাইকৃত প্রবন্ধ এই গ্রন্থে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। জাতিসংঘের জন্ম, বিকাশ ও বিবর্তনের পাশাপাশি মানবসমাজের যেসব সমস্যা নিয়ে এই প্রতিষ্ঠানটি নিরন্তর কাজ করে যাচ্ছে : শান্তি, মানবাধিকার, দারিদ্র্য ও পরিবেশ প্রবন্ধগুলােতে অন্য আরও অনেক বিষয়ের সঙ্গে সেসব বিষয়ে আলােকপাত করা হয়েছে। কোনাে কোনাে প্রবন্ধের প্রকাশকাল সময়ের হিসাবে নিকট-অতীত হলেও ইস্যুগুলাের প্রেক্ষিত ও গুরুত্ব এখনাে শেষ হয়ে যায়নি।
এ গ্রন্থে ব্যবহৃত বেশিরভাগ তথ্য ও উপাত্ত জাতিসংঘের বিভিন্ন প্রকাশনা থেকে নেওয়া হয়েছে।