ইবরাহীম খাঁ একাধারে শিক্ষক, শিক্ষা আন্দোলনের সংগঠক-আয়োজক-সংস্কারক ও পরিচালক। সমাজসেবা ও সাহিত্যচর্চা ছিল তাঁর প্রিয় কাজ। দেশ ও কালের প্রয়োজনে তিনি রাজনীতির সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন। পশ্চাদগামী সমাজকে অগ্রগামী এবং উন্নতির শীর্ষে আরোহণ করানোর লক্ষ্যেই ছিল তাঁর সব প্রয়াস। মানুষের কল্যাণ সাধনাই ছিল তাঁর ব্রত। সাধারণ মানুষের ভাষা ও মেজাজ দিয়ে তিনি সহজ-সাবলীলভাবে তাদের জন্যই সাহিত্যচর্চা করেছেন। তাদের দুঃখ-দুর্দশা লাঘবে আজীবন সাধনা করেছেন। তৎকালীন খেলাফত আন্দোলন, স্বদেশী আন্দোলন, ভারত বিভাগ আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতাপূর্ব সমাজব্যবস্থায় বাঙালি মুসলমানের পুনর্জাগরণের ক্ষেত্রে তাঁর প্রয়াস এক শক্তিমান পৌরুষের অবয়বে চিহ্নিত। গ্রন্থটিতে সাহিত্যিক ইবরাহীম খাঁর আঠারোটি গ্রন্থের আলোকে তাঁর সাহিত্য সাধনা ও চিন্তাধারার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে।