কেঁদো না, বাছা

৳ 160.00

লেখক নগুগি ওয়া থিয়োঙ্গো
প্রকাশক প্রকৃতি
আইএসবিএন
(ISBN)
9843000006705
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৮৮
সংস্কার 1st Published, 2014
দেশ বাংলাদেশ

নগুগির কেঁদো না, বাছা উপন্যাসে উপ্নিবেশী আইনি লুন্ঠনের নগ্ন ছবি পাওয়া যায়। আমাদের দেশে উনিশ শতকের নীলকরদের নির্যাতন ও শোষণের ভয়াবহ কাহিনী আমাদের জানা আছে, অরণ্যবাসী সাঁওতাল মুন্ডা ইত্যাদি আদিবাসীদের অরণ্যচ্যুত জীবিকাচ্যুত করার দীর্ঘ নির্মম বৃত্তান্ত এবং তাঁর প্রতিরোধের ইতিহাসও আমাদের জানা- এসব সহজেই মিলিয়ে নেয়া যায় কেনিয়ার ঘটনাপ্রবাহের সঙ্গে। ঐ বিরাট দেশের অরণ্যভূলি, সমস্ত আবাদযোগ্য জমি শ্বেতদ্বীপবাসী শাদা চামড়ার সাহেবদের করতলগত হয়েছিল।…
এই উপন্যাস মাউ মাউ মুক্তিসংগ্রামের উগ্র মরিয়া মহৎ যে চিত্র আমাদের সামনে উন্মোচিত করে তা যেন সমগ্র পৃথিবীর অধিকারহারা পরাধীন নির্বাসিত মানুষের অবিরাম সংগ্রামেরই চিত্র, অন্যদিকে এই বিশাল রাজনৈতিক আধারের মধ্যে সাধারণ, অতিসাধারণ কেনীয় কৃষক, মজুর- তাঁর পরিবারের নারী শিশু বৃদ্ধ যুবক যুবতী এক-একটি ব্যক্তির আশা হতাশা আকাঙ্ক্ষা, বাসনার ছবি-টলটলে জলে রোদ পড়লে নুড়ি-পাথরের মতো স্পষ্ট ঝরঝরে- এই দুটি মুখকে একসাথে জুড়ে নগুগি তাঁর উপন্যাসে এমন সমগ্রতা তৈরি করেছেন যাতে কোনো অনুপুঙ্খ বাদ পড়েনি।

কেনিয়ার কিয়াম্বু জেলার লিমুরু শহরের কাছে কামিরিগুতে ৫ জানুয়ারি, ১৯৩৮ সালে নগুগি ওয়া থিয়ােঙ্গ’ও-র জন্ম। ঔপনিবেশিক আমলে ব্যাপটাইজ করে তাঁর নাম রাখা হয়েছিল জেমস নগুগি । তিনি উগান্ডার ম্যাকেরেরে বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে তাঁর প্রথম উপন্যাস Weep Not, Child প্রকাশিত হয়। এটি লেখেন ইংল্যান্ডের লিডস্ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে। এটা কোনও পূর্ব আফ্রিকান লেখকের ইংরেজিতে লেখা প্রথম উপন্যাস। ১৯৬৭ সালে রচিত হয় তার সাড়া জাগানাে উপন্যাস A Grain of Wheat। এই উপন্যাসে ফ্যানােনিস্ট মার্কসিজমের প্রতি তার আগ্রহ লক্ষ করা যায়। তিনি ইংরেজি, খ্রিস্টধর্ম এবং তাঁর নাম জেমস্ নগুগিকে ঔপনিবেশিক ক্ষতচিহ্ন আখ্যা দিয়ে তা ত্যাগ করেন এবং ফিরে যান নগুগি ওয়া থিয়ােঙ্গও নামে; লেখালেখির কাজও করতে থাকেন তাঁর মাতৃভাষা গিকুয়ুতে।। নগুগি ওয়া থিয়ােঙ্গ’ও বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আর্ভিন-এ ‘ইংরেজি ও তুলনামূলক সাহিত্য’র একজন সম্মানিত অধ্যাপক [Distinguished Professor] ।। সাহিত্যে নােবেল পুরস্কার পাওয়ার একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে গুগি ওয়া থিয়ােঙ্গ’ও-র নাম বারবার আলােচনার শীর্ষে উঠে আসে।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ