বিরহজোছনা
ইভান অনিরুদ্ধ
সহজ কথা যায় না বলা সহজে। কিন্তু ইভান অনিরুদ্ধ’র লেখা পড়ে মনে হল, সহজ কথা যেমন খুব সহজ করে বলতে পারে সে, তেমনি কঠিন কথাও খুব সহজে বলতে পারার বিরল ক্ষমতা রপ্ত করেছে। তার গল্প বলার এই সাবলীল ভঙ্গিমাটি আমাকে আকৃষ্ট করেছে। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল হুমায়ূন আহমেদের এই বিশেষ গুণটি ছিল। অচিরেই ইভান বাংলা উপন্যাসে দাপটের সাথে নিজের স্থায়ী আসন করে নিতে সক্ষম হবে।
ইভান অনিরুদ্ধ’র প্রথম উপন্যাস ‘বিরহজোছনা’ সেই আভাস দিচ্ছে। আমি লেখাটি পড়ে খুব আনন্দ পেলাম। আশা করছি, ইভান অনিরুদ্ধ’র এই লেখা পাঠক চিত্তকে নির্মল আনন্দে ভরে দিবে। সেই সাথে ‘বিরহজোছনা’ উপন্যাসের বহুল প্রচার কামনা করছি।
-শুভার্থী
(নির্মলেন্দু গুণ)
নয়াগাঁও, ঢাকা