‘দহন ৭১’ বইয়ের কিছু কথাঃ
তখন সদ্য তরুণ, লেখক একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন BLF, Bangladesh Liberation Front, মুজিব বাহিনী বলে অধিক পরিচিত-এর অংশ হিসেবে। একেবারে তৃণমূল পর্যায়ের একজন। ছিলেন BLF এর নয়জনের একটি ছোট্ট দলের Team Leader । নওগাঁ সদর ও বদলগাছি থানা অঞ্চলে ছিল বিচরণ। বিচিত্র ধরনের সব অভিজ্ঞতা হয়েছিল। ঠিক সেসবের হুবহু চিত্রায়ণ নয়, তবে প্রতিটি লেখাতেই মুক্তিযুদ্ধকালীন ঘটনার গাঢ় ছায়া আছে, স্মৃতি আছে। প্রতিটি লেখা পড়লেই মনে হবে ঘটনাগুলো সত্যের কাঠামোর ওপর নির্মিত।
একাত্তর এখনো তার প্রলম্বিত ছায়া ফেলে আছে এদেশের মানুষের জীবনে। আছে তার গৌরব, তার ট্র্যাজেডি, তার দহন নিয়ে। অনেকেই ব্যক্তিজীবনে বহন করে চলেছেন একাত্তরের রেশ। ব্যক্তিজীবনে একাত্তর-পরবর্তী সেই রেশের কথা, সেই রেশের ক্রিয়া ও প্রতিক্রিয়ার কথা আছে। আর আছে কিছু ব্যক্তিগত স্মৃতিচারণা। অমন স্মৃতি মনে হয় সবার জীবনেই আছে।